Loading...
Loading...
NOTICE
Welcome to JAMUNA DIGITAL COMPUTER TRAINING CENTER!
Sep 22, 2025
 • 
New Academic Session 2024-25 Admission Open
Sep 22, 2025
 • 
Online Classes Available - Contact for Details
Sep 22, 2025
  • jamunacomputer2016@gmail.com
  • 01919946826
  • BHWAMARA BAZAR , Sirajganj Sadar, Sirajganj

Chairman/President Speech

  মোঃ আব্দুল বাতেন

বিসমিল্লাহির রাহমানির রাহিম”
পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে আরম্ভ করতেছি,
বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর  । বর্তমান সময়ে তথ্য  যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ তথা সারা বিশ্বের জীবন ব্যবস্থা আমূল  বদলে দিয়েছে । যোপগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি সাধন করেছে এ তথ্য যোগাযোগ প্রযুক্তি। পৃথিবী আজ বিশ্বায়নের এমন চরম উৎকর্ষতায় পৌঁচেছে যখন প্রতিটি  প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অপরিহার্য। বর্তমান সময়ে একটি ওয়েবসাটের গুরুত্ব কতটা তা আসলে ভাষায় প্রকাশ করাটা কঠিন। যেসব  প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট নেই সেসব প্রতিষ্ঠানকে আর স্মার্ট বলা হচ্ছে না কারণ সেসব প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা থেকে অনেকটাই বঞ্চিত।  একটি মানসম্মত ওয়েবসাইট যে কোন প্রতিষ্ঠানের অফিসিয়াল মুখপাত্র হিসেব কার্যকরী ভূমিকা পালন করতে পারে। একটি ওয়েবসাইটের মাধ্যমে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সকল হালনাগাদ তথা খুব সহজেই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা/কর্মচারী পেয়ে যাবে মুহুর্তের মধ্যেই। নোটিশ, রেজাল্ট, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা , কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতি- এর সবকিছুই সবাই জানতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক এই সময়ে আর দশটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মত শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যাপক গুরুত্ব বহন করছে। মফস্বল এলাকার স্কুল-কলেজে একটি ওয়েবসাইট শিক্ষা ব্যবস্থাকে উন্নততর করতে পারে অভাবনীয়ভাবে। মেট্রোপলিটন ও শহর নগর এলাকার শিখক্ষার্থীরা প্রায় সব দিক থেকেই বিশেষ সুযোগ-সুবিধা পেয়ে থাকে। শহরে প্রায় প্রতিটি ছাত্র-ছাত্রী পড়াশোনায় বিভিন্নভাবে প্রযুক্তির সহযোগীতা নেয়। মফস্বল এলাকার শিক্ষার্থীরা তেমনটি পায় না। অথচ স্ব-স্ব কর্তৃপক্ষ উদ্যেগ নিয়ে শিক্ষার্থীদের প্রযুক্তির ছোঁয়া দিতে পারে। এই সময়ে আধুনিক প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ওয়েসাইট করেছে। সরকারের পক্ষ থেকেও সুবর্ণ উদ্যোগ নেয়া হচ্ছে। শত শত, হাজার হাজার শিক্ষার্থীকে উপযুক্ত তথ্য দিয়ে সহায়তা করতে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট ডেভেলপ  করার বিকল্প নেই। এ প্রায়াসেই শৌলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট ব্যবস্থা তৈরি করা হয়েছে।  এ ওয়েবসাইটে যে বিষয়গুলোর উল্লেখ রয়েছে তা সম্পূর্ণভাবেই আধুনিক ও গতিশীল শিক্ষা কার্যক্রমের জন্য একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। আমি যমুনা ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার এর সার্বিক উন্নতি কামনা করি এবং সারা দেশ তথা বিশ্বে ওয়েবসাইটের মাধ্যমে এর সুনাম ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশায়।